ঈমান ধরে রাখতে হলে আমাদের বেশী বেশী রাসুল(স) এর শিখিয়ে দেওয়া দুয়া পড়তে হবে, শয়তানের থেকে হেফাজতের জন্য আল্লাহ'র কাছে চাইতে হবে ।
আল্লাহ বলেন, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব !" - [সূরা মুমিনঃ ৬০]
- "হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।" - [সূরা আল-ইমরান - ০৮]